পারভেজ গাদ্দাফী:
পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামাল হোসেন আত্রাইবাসীর প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ইউএনও মো.কামাল হোসেন তার শুভেচ্ছা বাণীতে বলেন ,”ঈদুল ফিতর আমাদের সকলের জন্য আনন্দ,ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বয়ে আনে।এই পবিত্র দিনে আমরা সবাই যেন পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।” তিনি আরও যোগ করেন, “আত্রাইবাসীর সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আত্রাইবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং নিরাপদ ও সুস্থভাবে উৎসব পালনের পরামর্শ দেন।এছাড়াও,তিনি ঈদের দিনে গরীব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তার মতে,ঈদের প্রকৃত আনন্দ তখনই ফুটে উঠবে যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ এই উৎসবে অংশ নিতে পারবেন।
জানা যায়, আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের এই শুভেচ্ছা বার্তা আত্রাইবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী তার এই উদার ও মানবিক বার্তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।