সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে অগ্নিকাণ্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বিপ্রবোয়ালিয়া বাজারে।
জানা যায়, ওই বাজরের ব্যবাসীয় প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের দোকান বন্ধ করে নিজ নিজ বাড়ি চলে যান। গভীর রাতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হলে মুদি ব্যবসায়ী সাহাদুল ইসলাম, কীটনাশক ও বীজ ব্যবসায়ী ছাইফুল ইসলাম ও সীটকাপড় ব্যবসায়ী গোলাম মোস্তফার দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
ভোর রাতে স্থানীয় জনগণ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হন। এতে করে ওই ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আত্রাই থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন,সংবাদ পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।