সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে অর্থনৈতিক শুমারী ২০২৩ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) প্রকল্প এর আয়োজনে শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় শুটকি গাছা কে.ডি হাইস্কুলে অর্থনৈতিক শুমারী লিস্টিং কার্যক্রমে নিয়োজিত লিস্টারগণদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক(অতিরিক্ত দ্বায়িত্ব) জেলা পরিসংখ্যান অফিসার মো. ফয়সাল আহম্মেদ,সঙ্গে ছিলেন আত্রাই উপজেলা পরিসংখ্যান অফিসার মো. সাইফুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক শুমারী জোনাল অফিসার জোন-২ মোঃ রাকিব হোসেন ও আইটি মোঃ রুহুল আমিন সোহান।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন হাটকালুপাড়া,কালিকাপুর ও শাহাগোলা তিনটি ইউনিয়ন থেকে মোঃ ওমর ফারুক,আবুল হোসেন, লিলিমা খাতুন, আজমল হোসাইন, রানা, আরজিনা বানু, মামনুর রশিদ, ছানা, ফকরুল, আলামিন ইসলাম, শাহিনারা, হাফিজুল, জিয়াউল, ফরিদা, সারমিন, নিরব, শফিকুল ইসলাম,সাব্বির হোসেন, আতিকুর রহমান প্রমুখ।