পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ )প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২১-ফ্রেব্রয়ারী)পালিত হয়েছে। রাত ১২.১ মিনিটে আত্রাই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলন করা হয়।
সকাল ৯ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,ছড়াপাঠ,কবিতা আবৃত্তি,
নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা, সকাল সাড়ে ১১:৩০ মিনিটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন,আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল রেজু, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,উপজেলা জামায়াত ইসলামী আমীর ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন,কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর,প্রতিবন্ধী অফিসার পি.এম কামরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, সাটিফিকেট অফিসার মোঃ এমদাদুল হক,প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন,উপজেলা প্রৌকশলী নিতিশ কুমার,সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসের কামাল হোসেন বলেন,১৯৫২’র ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন তারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের কারণেই আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি । পৃথিবীর কোন জাতি তার মাতৃভাষার জন্য জীবন দান করেনি কিন্তু বাঙালি জাতি তাদের মাতৃভাষার জন্য লড়াই সংগ্রাম করে জীবন দান করেছে। তাই বাঙালি জাতি সহ পৃথিবীর সমস্ত জাতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।