এমরান মাহমুদ প্রত্যয়:
নওগাঁর আত্রাইয়ে কম দামে টিসিবির নিত্যপণ্য কিনতে পেরে খুশি ফ্যামিলি কার্ডধারীরা।সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি পণ্য বিক্রয় করার ফলে কিছুটা স্বস্তি এসেছে নিম্ন আয়ের মানুষের মাঝে।
গতকাল শনিবার সকাল থেকে সাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল ডাল, তৈল প্রতি মাসে মেসার্স এ এন্ড এস ট্রেডিং ডিলার শ্রী সুপবিত্র ঘোষ টিসিবির পণ্যসামগ্রী সরবরাহ করেন।
এ ব্যাপারে ক্রেতা হোসেন আলী জানান, একদিন পর কুরবানির ঈদ টিসিবি পণ্য বাজারে আসায় আমরা গরীব মানুষেরা অল্প দামে এগুলো কিনতে পারছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, শাহাগোলা ইউনিয়নে আসন্ন কুরবানির ঈদের আগে স্বল্প নিম্ন আয়ের অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে টিসিবি পণ্য দেওয়ার ফলে তারা আজ আনন্দিত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ের প্রতিটি ইউনিয়নে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে।কুরবানির ঈদে টিসিবির পণ্য পেয়ে অসহায় ও গরিব মানুষেরা একটু হলেও উপকৃত হবে।