পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড,সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন বলেন,”উপজেলার সার্বিক উন্নয়নে সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টা জরুরি। আমরা স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য কাজ করে যাব।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এস.এম নাসির উদ্দিন,উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার,
প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম কামরুজ্জামান,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আফজাল হোসেন,মো.সম্রাট হোসেন,মোঃ খবিরুল ইসলাম,মোঃ নাজিমউদ্দীন,সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।