আবু হেনা:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৪ এবং তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,পিআইও মো. জিয়া উদ্দিন আহম্মেদ, একাডেমিক সুপার ভাইজার শ্রী প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল রানা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আহসান হাবিব নাঈম প্রমুখ।