পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাই উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ শাখার সভাপতি অমিত কুমার সাহা (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত অমিত কুমার সাহা আত্রাই উপজেলার বহলা গ্রামের অমিও কুমার সাহার ছেলে। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন জানান,রাজনৈতিক মামলায় সোমবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আত্রাই থানায় হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,অমিত কুমার সাহা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।