পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা অস্থায়ী দলীয় কার্যালয় চত্বরে উৎসব মুখর পরিবেশে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আঞ্জুয়ারার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শবনম মোস্তারী কলি।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন,নওগাঁ জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক জামিলা আক্তার ফেন্সি, সাংগঠনিক সম্পাদক রিণা পারভীন,উপজেলা মহিলা দলের নেত্রী মেরিনা বেগম প্রমুখ। পরে আঞ্জুয়ারা বেগম কে সভাপতি,আঙ্গুরী বেগমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে ।