নাজমুল হোসাইন সেন্টু:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ ঘটিকায় বান্দাইখাড়া তহশিল অফিস মাঠে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ খবিরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. হাসান আলীর সভাপতিত্বে ও নায়েবে আমীর মো. শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ্যাডভোকেট আ.স.ম. সায়েম। তিনি তার বক্তব্যে বলেন,”জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে কাজ করে। আমরা চাই একটি সুস্থ ও সুন্দর সমাজ। খবিরুল ইসলাম একজন দক্ষ ও আন্তরিক নেতা, তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মোঃ খবিরুল ইসলাম বলেন,”আমি যদি এমপি হতে পারি, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজি সহ সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমি এলাকার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এবং জনগণের সমস্যা সমাধানে সচেষ্ট থাকব ইনশাল্লাহ।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর মো. আসাদুল্লাহ আল গালিব। তিনি বলেন,”আমরা আমাদের এলাকার উন্নয়নে একসাথে কাজ করব। খবিরুল ইসলামের নেতৃত্বে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।” এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক,চকশিমলা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক,মোঃ সাইদুল ইসলাম,বড়শিমলা ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল জলিল প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।