সংবাদদাতা:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক এর সুপারিশে মঙ্গলবার বৈকালে উপজেলার জগদাস গ্রামের মোসাঃ ডলি বেগম কে গৃহ নির্মান মজুরী বাবদ ৬০০০ টাকা ও ২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।