পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাইয়ে চকশিমলা তরুণ একতা ক্লাবের উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) অত্র ক্লাব কতৃর্ক পরিচালিত চকবাজার
মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা শালায় চকবাজার মসজিদে ১৭ জন শিক্ষার্থীকে এক যোগে কোরআনে সবক ও তাদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
শিক্ষক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চকশিমলা তরুণ একতা ক্লাবের মিঠন প্রামানিক, মাহাবুর, শাহিন, নাজির,মাসুদ,ইউপি সদস্য মোঃ আজিজার রহমান,
চকশিমলা ২ নং ওয়ার্ড জামাত ইসলামী সভাপতি মোঃ হযরত আলী মন্ডল,সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, চকশিমলা ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেনমোঃ আমেদালী কবিরাজ, শাহাদাত হোসেন,আবুল কালাম আজাদ,আঃ সামাদ মোল্লা,তাজেল,আব্দুল জব্বার মৃধা,পিন্ট প্রমুখ।