অনলাইন ডেস্ক:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু আনাছ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, মো. তোফায়েল আহমেদ, হারুনার রশিদ, উপজেলা ছাত্র সমন্বয়ক মো. ফজলে রাব্বি প্রমুখ।