পারভেজ গাদ্দাফী
আত্রাই ( নওগাঁ ) প্রতিনিধি:
আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৬টায় আত্রাই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আত্রাই উপজেলা ইউএনও মোঃ কামাল হোসেন। তারপর শ্রদ্ধা নিবেদন করেন,আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন, আত্রাই মহিলা কলেজ, বাংলাদেশ স্কাউট, মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।সকাল আটটায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা,পুলিশ,আনসার, ফায়ার সার্ভিস, স্কুল ও কলেজের শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ,।বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও পিটি-প্যারেড প্রদর্শন করেন। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, ১৯৭১ সালের এইদিনে স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে মুক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল মুক্তিকামী সাধারণ জনতা। তাঁরা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিল।তাঁদের ত্যাগ আর রক্তে অর্জিত হয় এই স্বাধীন বাংলাদেশ।সেই বীর শহীদদের ও মুক্তিযোদ্ধাদের প্রতি আমারা জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
দুপুর ১২ টায় উপজেলা অডিটরিয়ামে পিটি প্যারেড, কুচকাওয়াজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।