পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাইয়ে থানা বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এঁর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে এক দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি। রবিবার(১৯ জানুয়ারী)দুপুর ১টায় আত্রাই বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
দোয়া মহফিলে উপস্থিত ছিলেন, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক,মো.তছলিম উদ্দিন,বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব শেখ মনজুরুল আলম,যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহরিয়ার সৌরভ,আহসানগঞ্জ ইউনিয়ন বিএন পি’র,সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রকেট সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন বলেন, বিগত ১৭ বছর আমরা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালন করতে পারিনি। বিএনপি’র উপর নেতাকর্মীদের যে হত্যা,গুম, নির্যাতন করেছে স্বৈরাচারী আওয়ামীলী সরকার তারপরও বিএনপি টিকে আছে,এ দেশের জনগণের ভালোবাসার কারণেই।বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের পাশে ছিল ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিএনপির সকল নেতাকর্মী ও ২৪ শের জুলাই নিহত,আহত নেতা কর্মী ও ছাত্র-ছাত্রীদের জন্য আমরা দোয়া করছি।
১৯৩৬ সালের ১৯জানুয়ারী বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন তিঁনি। রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। তাঁর ডাকনাম কমল।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। যুদ্ধে তিঁনি অসীম বীরত্বের পরিচয় দেন। এই অল্প সময়ে তিঁনি তাঁর কাজের দ্বারা জনগণের প্রিয় নেতা হয়ে ওঠেন।
১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি।