পারভেজ গাদ্দাফী
আত্রাই( নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩০ মে ২০২৫ সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করে আত্রাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহ। সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাপ) নওগাঁ জেলা শাখা।
ক্যাম্পে এলাকার আশেপাশের অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু।সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, নওগাঁর ড্যাপ প্রতিনিধি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শের কথা স্মরণ করে বলেন, দেশের শ্রমিক,মজুর, সাধারণ মানুষের সেবক ছিলেন স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম)।“তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ বুকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনঃরুদ্ধারে, জনগণের সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
আয়োজন শেষে শহীদ প্রেসিডেন্টের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।