আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীখবিরুল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। পবিত্র হজ্জ পালন শেষে রোববার ১৫ জুন সকাল ১১ টায় তাঁর কার্যালয়ে এ মতবিনিময় করেন।
মতবিনিময়কালে চেয়ারম্যান পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে রওনা মক্কায় অবস্থান এবং দেশে ফেরার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি
জানান, হজ্জ পালন কালে এলাকা, দেশ ও দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় আত্রাই-রাণীনগর উপজেলার দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে জনসাধারণের সার্বিক কল্যাণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময়কালে আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, আল আমিন মিলন, দপ্তর সম্পাদক এমরান মাহমুদ প্রত্যয়, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, সদস্য নাজমুল হোসাইন সেন্টু, পাঁচুপুর ইউপি সদস্য গোলাম হোসেন, আবুল কালাম আজাদ, পিয়ারা বেগম, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।