পারভেজ গাদ্দাফী:
নওগাঁর আত্রাই উপজেলায় স্কাউটিং কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস আত্রাই উপজেলা শাখার সভাপতি মো.কামাল হোসেন।
তিনি স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন,”স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিকতা শিক্ষা দেয়। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।”
আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্কাউটস নওগাঁর সহ-সভাপতি ও লিডার ট্রেনার তারেক মো.মাহবুব-উল আলম,সম্পাদক ও সহকারী ট্রেনার মো. হামিদুর রহমান, ট্রেনার প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা স্কাউটস লিডার মো.ছালেক উদ্দীন প্রাং প্রমুখ।