তানভীর রহমান:
বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সেলফি তুলে লাভ হবে না। আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার দিন শেষ। আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগের অধিনে হবে না। শুক্রবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগামী ১৭সেপ্টেম্বর ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী বিভাগীয় রোড মার্চ উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন আওয়ামীলীগ মুক্ত নির্বাচন হবে। নির্দলীয় বা তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ যত রকম ষড়যন্ত্র করার চেষ্টা করা হোক না কেন বিএনপি তা প্রতিহত করবে।
এসময় নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ছনি, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।