ছবি সংগৃহীত
বছর ঘুরে এলো ফিরে
রমজান মোবারক
রোজা রাখি নামাজ পড়ি
মুসলিম সকল লোক।
ঐ রোজাতে লুকিয়ে আছে
আল্লাহর নিয়ামত
আরো আছে অজানা কতো
অসংখ্য ফজিলত।
রোজা রাখতে আমরা সবাই
সাহরী খেয়ে থাকি
আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভে
তাইতো রোজা রাখি।
ইফতারির পূর্ব মুহুর্তে
করিলে মোনাজাত
রোজাদারকে আল্লাহ দিবেন
আখেরে নাজাত।
রমজান মাসের পবিত্রতা
রক্ষা করা চাই
সকল মুমিন একযোগে
এগিয়ে আসুন তাই।