• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড বিকেল ৫টার আগে দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা এবার এইচএসসিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবার হামলা হবে: ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন নওগাঁর ধামইরহাট থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের

প্রজন্মের আলো / ১৫ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে সামরিক হামলার নীতিগত অনুমোদন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন—পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপে যেতে প্রস্তুত তিনি। তবে এখনই হামলা না চালিয়ে তেহরানের সম্ভাব্য সমঝোতার পথ খোলা রাখছেন।

সম্প্রতি এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি করতেও পারি, নাও করতে পারি।” পাশাপাশি তিনি ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানিয়ে বলেন, “আগামী সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ হবে, এমনকি পুরো সপ্তাহও লাগতে নাও পারে।”

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের এই হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, “ইরান আত্মসমর্পণ করবে না। যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তার চরম মূল্য দিতে হবে।”

এদিকে গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে তৃতীয় একটি নৌবাহিনীর ডেস্ট্রয়ার। দ্বিতীয় একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা হয়েছে আরব সাগরের দিকে।

যদিও পেন্টাগনের দাবি—এগুলো প্রতিরক্ষামূলক প্রস্তুতি, তবে বিশ্লেষকদের মতে, এটি আসলে সম্ভাব্য আক্রমণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সুসংহত করার কৌশল। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক অভিযানের পরিকল্পনার ইঙ্গিতই মিলছে এতে।

উল্লেখ্য, ইসরাইল-ইরান চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ৪৫০ ছাড়িয়েছে। পাল্টা হামলায় ইসরাইলেও নিহত হয়েছেন অন্তত ২৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories