ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে—অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
Notice: Undefined variable: default in /home/projonmeralo/public_html/wp-content/themes/news new/single.php on line 32
প্রজন্মের আলো
/ ১৩৮
শেয়ার
Update
শুক্রবার, ৩০ জুন, ২০২৩
অনুগ্রহ করে শেয়ার করুন
পরিবারের সদস্যদের মাঝে অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
সাদেকুর রহমান বাঁধন/তানভীর রহমান:
প্রজন্মের আলো সম্পাদক ও প্রগতিশীল শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানান। অধ্যক্ষ রিজভী বলেন,‘ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে । ঈদ মানেই সবাই মিলেমিশে উৎসব । শুধুমাত্র নিজের ভালো থাকা, নিজেরা ভালো খাওয়া কে প্রধান্য না দিয়ে সবাইকে নিয়ে আনন্দেই বাঁচতে চাই।
আশায় বুক বেঁধে রাখি ইসলামের সাম্য মৈত্রীর বিধান সবার মননে ফিরে আসুক। আবারও সবাই মিলে হেসে উঠুক আমাদের রক্তঋণে পাওয়া প্রিয় বাংলাদেশ। আসুন, ঈদের শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় উজ্জীবিত হয়ে বিশ্বের শান্তি প্রিয় সকল মানুষকে সাথে নিয়ে নির্যাতিত নিপিড়ীত মানুষের পাশে দাড়াই ।’
আপনার মতামত লিখুন :
Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/projonmeralo/public_html/wp-includes/functions.php on line 6085