• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের

প্রজন্মের আলো / ১০ শেয়ার
Update রবিবার, ৮ জুন, ২০২৫
ফাইল ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।   রবিবার (৮ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী হওয়ায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় যাত্রীদের জন্য মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের স্বাক্ষর করা এক পৃথক বিজ্ঞপ্তিতেও একই অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, “কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরতে এবং বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এসব এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, ২০২২ সাল থেকে দেশে করোনা সংক্রমণের হার কমতে শুরু করে এবং ২০২৩ সাল নাগাদ শনাক্তের হার নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। ফলে মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়। তবে চলতি বছর আবারও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ।

সম্প্রতি রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত সোম ও মঙ্গলবার, এই দুই দিনে রাজশাহীতে ২৬টি নমুনা পরীক্ষায় ১৩টি পজিটিভ এসেছে, যা ৫০ শতাংশ সংক্রমণের হার নির্দেশ করে।

জনস্বার্থে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে স্বাস্থ্যবিধি পালনের ওপর জোর দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories