• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বাড়ছে বিশেষ প্রণোদনা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

প্রজন্মের আলো / ৮৯ শেয়ার
Update শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা:

বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উন্মুক্ত করা হলো নওগাঁর রাণীনগরে জেলার প্রথম পর্যটন এলাকা রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও সৎস্য অভয়াশ্রম। মঙ্গলবার বিকেলে হাতিরপুল এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে “রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনের পরই বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গন। এসময় জেলা প্রশাসক আগামীতে এই পর্যটন কেন্দ্রকে আরো আধুনিকায়ন ও আকর্ষনীয় হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন।

ঐতিহাসিক রক্তদহ বিলের ঐতিহ্যকে দেশবাসীর কাছে পৌছে দিতে, উপজেলাবাসীর জন্য পরিবার নিয়ে কিছুটা সময় প্রাকৃতিক পরিবেশে অতিবাহিত করতে এবং যান্ত্রিক জীবনে একটু সুস্থ্য বিনোদন পেতেই উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকাসহ শতবছরের ঐতিহ্য রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারার দুইপাশের নিরিবিলি পরিবেশকে ঘিরে একটি ছিমছাম বিনোদেন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। সেই পরিকল্পনার মধ্যে খালের পাড়ের গাছের ফাঁকে ফাঁকে পর্যটকদের বসার জন্য চমৎকার ব্রেঞ্চ, ছবি তোলার জন্য বিভিন্ন রকমের স্থাপনা নির্মাণ, পাখিদের অবাধ বিচরণের জন্য গাছে গাছে পাখিদের বসবাসের বাসা তৈরির হাড়ি স্থাপন, পর্যটকদের সহজেই চলাচলের জন্য পুরো খালের মেঠো রাস্তায় ইট বিছানো, বক ও মাছের নানা প্রতিকৃতি স্থ্াপন, আকর্ষনীয় পরিবেশ সৃষ্টির জন্য নানা প্রজাতির ফুল ও পরিবেশ বান্ধব গাছ রোপন করাসহ নানা পরিকল্পনা গ্রহণ করেন ইউএনও। জেলা প্রশাসক স্যার, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে সেই গৃহিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন পরিত্যক্ত পড়ে থাকা এলাকায় গড়ে তোলেন রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম।

এমন অসাধারণ ও অভাবনীয় উপহার পেয়ে উপজেলাবাসী দারুন খুশি ও উচ্ছ্বিসিত। উপজেলার কোথাও পরিবার নিয়ে একটু সময় কাটানোর জায়গা ছিলো না। পরিত্যক্ত এমন জায়গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলায় অন্তত যে কোন মানুষ পরিবার-পরিজন নিয়ে এখন থেকে কিছুটা সময় প্রকৃতির নিরিবিলি পরিবেশের মাঝে অতিবাহিত করতে পারবেন বলে মনে করছেন সচেতন মহল। এমন পর্যটন কেন্দ্র গড়ে তোলায় আগত পর্যটকদের কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠবে নতুন নতুন কর্মসংস্থানের। এমন অভাবনীয় স্থাপনা গড়ে তোলায় উপজেলার সকল শ্রেণির মানুষ জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানিয়েছে। আগামীতে এই পর্যটন কেন্দ্রকে আরো আকর্ষনীয় করা ও দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের জন্য পিকনিক স্পর্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করে দ্রুত সেগুলো বাস্তবায়ন করে এই এলাকাটিকে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতি আহবান জানিয়েছেন আগত পর্যটকরা।

এদিন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের আগত অতিথিরা পুরো পর্যটন এলাকা ঘুরে দেখেন। পরে হাতিরপুল সংলগ্ন স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন উপজেলার নানা বিষয়ে ও রক্তদহ বিলের ইতিহাস তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তার স্ত্রীর পরিবেশন করা একাধিক নৃত্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীরা গান, নৃত্য ও রক্তদহ বিলের ইতিহাস সম্বলিত কিচ্ছা, শিক্ষার্থীদের পুতুল নাচসহ নানা পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, থানার ওসি মো. তারিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories