তন্ময় রহমান:
ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) নওগাঁ জেলার উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার সূর্যোদয়ের সাথে সাথেই স্থানীয় প্রশাসন,মুক্তিযোদ্ধারাসহ অন্যান্য সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) নওগাঁ জেলার উদ্যোগে শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
এ সময় ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) নওগাঁ জেলা কমিটির সভাপতি ফজলুল হক খান, সদস্য সচিব ও প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, জননীর নির্বাহী পরিচালক আকরামুল ইসলাম, নিশানের নির্বাহী পরিচালক মহিদুর রহমান, নওগাঁ জেলা ব্রাক সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী,ঘাসফুল-নওগাঁ এর সহকারী পরিচালক সাইদুর রহমান,আরডিআরএস এর অমল কুমার সরকার, রিক এর এলাকা ব্যবস্থাপক মো. শফিকুল আলম, এসএসএস এর মো. রুহুল আমিনসহ,আশা ,ব্যুরো বাংলাদেশ, ব্রাক , ঘাসফুল, টিএমএসএস এর কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহন করেন।