জেদ, ক্ষোভ কিভাবে যে ব্যাধিতে রুপ নিয়ে কষ্টে জমাট বাধে তা আমি এখন ভালভাবে উপলব্ধি করতে পারি।
যে কর্মে সাময়িক ব্যর্থ হয়ে মনে জেদ এসেছিল সে কাজটিই এখন ভালভাবে করতে পারছিনা,
কষ্টে বুকের মধ্যে হু হু করছে! আমি কি সত্যি ব্যর্থ হয়ে যাচ্ছি?
তবে কেন জেদকে জিঁইয়ে রেখে প্রবল বেগ ধরে রাখার পরিবর্তে অলস কষ্ট আমাকে থমকে দিচ্ছে? নাহ! আমি বোধ হয় ভুল বুঝছি,
কষ্ট আমাকে থমকে দিচ্ছেনা বরং সাময়িক বিশ্রাম দিয়ে যাবতীয় হিসাব মিলিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে।
আসলে মানুষের জীবনটা বোধ হয় এমনি! একদম নদীর মত! কখনও দু’কূল ছাপিয়ে চলে আবার কখনও শুকিয়ে ছোট খালে পরিণত হয়ে যায়।
ঠিক তেমনি মানুষের জীবন কখনো প্রাপ্তির আনন্দে ভেসে যায় আবার কখনো অপ্রাপ্তির কষ্টে শব্দহীন দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে গুটিয়ে নেয়……………|