আজ মিথ্যে গল্পের সাথে নিজেকে হারিয়ে ফেলেছি
প্রয়োজনের সাথে অপ্রয়োজনীয়
সংঘাতের কারণে
প্রিয় আসে এক এক এক
ছুটে চলে ঠিকানায় অঠিকানায়
প্রিয় জিনিসটাকে খুব বেশি ব্যবহার করতে নেই
অতি ব্যবহারে জিনিসটা নষ্ট হয়ে যায়
প্রিয় মানুষটাকে খুব বেশি ভালোবাসতে নেই
অতি ভালোবাসায় মানুষটা হারিয়ে যায়।
গোলাপে কাঁটা থাকে ভালোবাসলে তা হাতে বিঁধতে পারে, অবহেলায় অনাদরে ফুল পড়ে থাকে পায়ে পিষ্ট হয়
তবুও ফুলকে ভালোবাসে মানুষ।
মানুষ স্বপ্ন দেখে সব স্বপ্ন কি সত্যি হয় স্বপ্ন বিলাসী মনে কিছু স্বপ্ন দুঃস্বপ্নে রুপ নেই,তবু স্বপ্ন বিলাসী মানুষ স্বপ্ন দেখে।
অতিরিক্ত সবকিছুই খারাপ
অতিরিক্ত আবেগ,অতিরিক্ত অনুভূতি, অতিরিক্ত মায়া,অতিরিক্ত ভালেবাসা সবই
আমি তা বুঝি, কিন্তু ভালোবাসা বুঝে না
বুঝে না বলেই মনটা যাকে ভালোবাসে পাগলের মতো ভালোবাসে
যাকে ভালোবাসে তাঁর অবহেলায় হৃদয়টা দুমড়ে-মুচড়ে যায়
শরীরটা ভেঙে পড়ে
সব হারানোর বেদনা নিয়ে নিজেকে কষ্ট দেয়
নিজেকে কষ্ট দিয়েই শান্তি পেতে চায় মন
এতে শরীরটা শীতল হয়,মনটা শান্ত হয় না
মনটা বুঝতে চায় না, ভালোবাসা সবার জীবনে সয় না।
আসলে পৃথিবীতে সবার জন্য ভালোবাসা আসেনি
সবাই ভালোবাসা পাওয়ার যোগ্য নয় আমিও নই,
মনটা তা বুঝে, তবে সর্বস্ব হারিয়ে বুঝে
পাবো না জেনেও মনটা তাই মণিটাকেই খুঁজে-
পাগলের মতো খুঁজে!
কারণে অকারণে খুঁজে!!