স্টাফরিপোর্ট:
এলাকার উন্নয়নমুখী সংবাদ গুলো তুলে ধরার আহবান জানিয়েছেন নওগাঁ ৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল । বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যায় রাণীনগর নিজ অফিস কক্ষে সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকা’র ওয়েবসাইটটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কালে তিনি এ আহবান জানান ।
আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখাতে পত্রিকা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সাংবাদিকদের জাতির দর্পণ আখ্যায়িত করে তিনি জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করছেন তা সহ আত্রাই রাণীনগরের উন্নয়নের সঠিক চিত্র তুলে ধরার আহ্বান জানান।
ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের পত্রিকাটি দীর্ঘ ৮ বছর পেরিয়ে ৯ বছরে পদার্পণ করেছে। শত প্রতিকূলতার মাঝেও টিকে থাকাটা কষ্ট সাধ্য হলেও আমি এটিকে নিজের সন্তানের মত লালন করছি। এমপি মহোদয়ের সুদৃষ্টি ও সবার সহযোগিতা পেলে প্রজন্মের আলোকে দৈনিকে রুপ দিতে পারবো ইনশাল্লাহ।
সাপ্তাহিক প্রজন্মের আলো নিজস্ব প্রতিবেদক আবু হেনা মোস্তফা কামাল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ কে এম মহসিন আলী খান, সাংবাদিক রাহিদ সরদার,সাংবাদিক জাকির হোসেন জয়,সাহিত্যিক ও সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়,সাংবাদিক আবু রেজা, মোফাজ্জল হোসেন সন্দেশ, শরিফুল ইসলাম,রাজ ইসলাম, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাপ্তাহিক প্রজন্মের আলো পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in