• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড বিকেল ৫টার আগে দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা এবার এইচএসসিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবার হামলা হবে: ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন নওগাঁর ধামইরহাট থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে

প্রজন্মের আলো / ২১ শেয়ার
Update বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
ফাইল ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

চলতি বছরের এসএসসি,দাখিল,ভোকেশনাল  পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে প্রকাশের লক্ষ্যে কাজ করছে দেশের শিক্ষা বোর্ডগুলো।

বুধবার (১২ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, “পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। সেই অনুযায়ী ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।”

পরীক্ষার ফলপ্রস্তুতির অগ্রগতি সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “প্রধান পরীক্ষকদের কেউ কেউ প্রথমে খাতা নিতে অনীহা দেখালেও চিঠি ইস্যুর পর বেশিরভাগই খাতা নিয়ে গেছেন। এখন ওএমআর শিট জমা দেয়া শুরু হয়েছে। ১৫ জুনের মধ্যে সব শিট চলে আসবে। এরপর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, বর্তমানে ওএমআর স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ চলছে।

এবারের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে।

এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও ৩০ হাজারের বেশি শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অনুপস্থিত ছিলেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশের যে রেওয়াজ রয়েছে, তা ধরে রাখার জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করছেন।

পরীক্ষার প্রথম দিনে (১০ এপ্রিল) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, “যদি রেওয়াজ থাকে, নিশ্চয় আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।”

বাংলাদেশ জার্নাল/ওএফ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories