তন্ময় রহমান:
নওগাঁ জেলা তথ্য অফিস এর আয়োজনে বৃহশপতিবার সকলে নওগাঁ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, নওগাঁতে তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস নওগাঁ এর উপপরিচালক, জনাব আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসক নওগাঁ জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন- জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজা,নওগাঁ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রহমান,উপাদক্ষ্য ,মো. রমজান প্রামানিক,সহকারী অধ্যাপক মো. রুহুল আমীন ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি , আবু বকর সিদ্দিক
আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তারা উপস্থিত সকলের উদ্দেশ্যে দেশ গঠনে তরুণ সমাজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন। জনমিতিক লভ্যাংশ কে কাজে লাগিয়ে, তথ্য প্রযুক্তিতে ও কর্মমুখী প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের গুরুত্ব আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রায় দুইশতাধিক ছাত্র- ছাত্রী অংশগ্রহণ করেন।