• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১২ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
বাংলাদেশের ওপর পশ্চিমা যেকোন নিষেধাজ্ঞার বিরুদ্ধে থাকবে মস্কো ১১০ ইউএনও, ৩৩৮ ওসি বদলির প্রস্তাব ইসিতে পোশাকশিল্প খারাপ সময় পার করছে: বিজিএমইএ ‘প্রকৃত সাংবাদিকরাই শুধু কার্ড পাবেন’ রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ৪ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নিয়ে যা বললেন সিইসি মনোনয়নপত্র বাতিলের খাতায় ৫৮ শতাংশই স্বতন্ত্র ব্যালট পেপার নিয়ে ইসির নির্দেশনা বৈধ ১৯৮৫ জনের মনোনয়ন, বাতিল ৭৩১ অবসরের তিন বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ নয়: হাইকোর্ট বিএনপির নতুন কর্মসূচি ৬ ও ৭ ডিসেম্বর অবরোধ ঘোষণা আরও বাড়ল এলপি গ্যাসের দাম ইসির সিদ্ধান্ত অনুযায়ীই ওসিরা কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় হতে পারে আজ ১০ ডিসেম্বর সমাবেশের ঘোষণা আওয়ামী লীগের

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

প্রজন্মের আলো / ৫৬ শেয়ার
Update সোমবার, ৮ মে, ২০২৩
লেখক সমরেশ মজুমদার। ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই। সোমবার সন্ধ্যায় কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলাসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশ মজুমদার দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার।

এর আগে, গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলে হাসপাতাল সূত্রের জানা যায়। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। সমরেশ মজুমদারের শ্বাসনালীতে গভীর সংক্রমণ ছিল। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ (স্লিপ অ্যাপমিয়া) বাড়তে থাকে।

গত ২৯ এপ্রিল (শনিবার) সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান, গত দুই দিন কেবিনেই রাখা হয়েছিল তার বাবাকে। ওই দিন বিকেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) স্থানান্তরিত করা হয়।

সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১০ মার্চ। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় মাস্টার্স সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি আনন্দবাজার পাবলিশার্স প্রাইভেট লিমিটেডএর সাথে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারএর প্রতি তার প্রচণ্ড আসক্তি ছিলো। তার প্রথম গল্প ‘অন্যমাত্রা’ লেখাই হয়েছিলো মঞ্চনাটক হিসাবে, আর সেখান থেকেই তার লেখকজীবনের শুরু। তার লেখা অন্যমাত্রা ছাপা হয়েছিলো দেশ পত্রিকায় ১৯৬৭ সালে।

সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ ছাপা হয়েছিলো দেশেই ১৯৭৫ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ট্রিলজি ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories