অনলাইন ডেস্ক:
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় আহতদের কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।