• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএসসির ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড বিকেল ৫টার আগে দপ্তর ছাড়তে পারবেন না সরকারি কর্মচারীরা এবার এইচএসসিতে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবার হামলা হবে: ট্রাম্প ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্সের প্রতিবেদন নওগাঁর ধামইরহাট থানার ট্রাংক ভেঙে এইচএসসি’র প্রশ্নপত্র চুরি ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

জামায়াত ক্ষমতায় আসলে জাতির মালিক নয় সেবক হিসেবে দায়িত্ব পালন করবে- ডা. শফিকুর রহমান

প্রজন্মের আলো / ১০০ শেয়ার
Update রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন- জুলুমের হাত থেকে বাঁচার জন্য জাতির বিশাল প্রত্যাশা। সেই প্রত্যাশার দাবি পূরনের দ্বায়িত্ব পরেছে বিশেষ ভাবে যারা সরকার পরিচালনা করছেন এবং যারা রাজনীতি করেন তাদের সকলের উপর। যদি এই দ্বায়িত্ব পালন না করা হয় বিশ্বাস ঘাতকতা করা হবে।

শনিবার (১৯ অক্টোবর ২০২৪) বিকেলে নওগাঁর নওযোয়ান মাঠে স্থানীয় জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহতারাম আমীরে জামায়াত বক্তব্যের শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ” অসংখ্য মানুষের চোখের পানি ও রক্তের বিনিময়ে আল্লাহ আমাদের এই মুক্ত ময়দানে স্বাধীনভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন।

গত সাড়ে ১৫ বছরের জুলুম নির্যাতনের কথা স্মরণ করে বলেন, ” আওয়ামী সরকার ক্ষমতায় এসেই পিলখানা হত্যাকান্ডের মাধ্যমে ৫৭ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে।” তিনি আরো বলেন, ” আওয়ামী সরকার গত সাড়ে ১৫ বছরে শত মিথ্যা মামলা,জেল,জুলুম, হামলার মাধ্যমে আমাদের নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করেছে, শত চেষ্টার মাধ্যমেও তারা আমাদের শেষ করতে সক্ষম হয়নি। ”

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ” আপনারা অসংখ্য ঘটনার সাক্ষী হয়েছেন কিন্তু আপনাদের কলমের মাধ্যমে তা উঠে আসেনি। আওয়ামী ফ্যাসিস্টরা গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ করে তাদের চাঁপিয়ে দেওয়া স্ক্রিপ্টে সংবাদ তৈরী করতে বাধ্য করেছে এতো কিছুর পরেও তারা গণমাধ্যমকে স্বাধীন বলে দাবী করেছে। ”
আমীরে জামায়াত সংবাদিকদের সাথে কুশল বিনিময়ের সময় নবীন ও প্রবীন সাংবাদিকদের তাদের কাজের জন্য ধন্যবাদ প্রদান করেন ও সত্য সঠিক সংবাদ তৈরী ও প্রচারের জন্য অনুরোধ করেন।

আমীরে জামায়াত বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের কথা স্মরণ করেন এবং এই বিজয়ের পুরো কৃতিত্ব ছাত্রদের প্রদান করেন। তিনি বলেন, ” এই বিজয় নির্দিষ্ট দল বা মতের নয়, যাঁরাই এই আন্দোলনে আত্মত্যাগ করেছে সবাই ১৮ কোটি জনগণের দল, সকল শহীদরা ১৮ কোটি মানুষের। ”

আমীরে জামায়াত আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়ায় আহত ও শহীদ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আমীরে জামায়াত বলেন, ” আল্লাহ যদি আমাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ প্রদান করেন, আমরা তখন জনগনের সেবক হিসেবে দায়িত্ব পালন করবো দেশের মালিক হয়ে নয়। যারা দেশের মালিক হয়ে দেশে ক্ষমতায় বসেছিল তারা তাদের জবাব ইতিমধ্যে পেয়ে গেছে এবং জনগণ তা দেখেছে। ”

তিনি আরও বলেছেন, যুব সমাজ যুগে যুগে দেশের ক্লান্তিলগ্নে, সকল অন্যায় জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশেকে রক্ষা করেছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা দেশের বিভিন্ন হাসপাতালে নানাভাবে অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছেন, পঙ্গুত্ব বরন করেছেন সেসব পরিবার জাতির বোঝা নয়, তারা জাতির সম্পদ। এসব পরিবারকে সন্মান দিতে হবে এবং মর্যাদা দিতে হবে। মুক্তির এই আন্দোলনে শহীদের প্রত্যেকের পরিবার থেকে একজনকে চাকুরী দিয়ে সন্মানীত করতে হবে। আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাদের বীর বলে আখ্যায়িত করে পাঠ পুস্তকে সন্নিবেশিত করতে হবে। ”

সর্বেশষ তিনি সকলের সাংবাদিক, পুলিশ, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন। তিনি প্রধান অতিথি হিসেবে দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সম্মেলন যোগদান করেন।

নওগাঁ জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহঃ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ডঃ মোঃ কেরামত আলী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খ,ম, আব্দুর রাকিব, ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, এ্যড. আ,স,ম সায়েম, অধ্যাপক মোঃ মহিউদ্দিন, মওলানা হাবিবুর রহমান,ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও খুলনা মহানগর কর্মপরিষদ সদস্য আসম মামুন শাহিন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories