স্টাফ রিপোর্টার :
নওগাঁয় এক্সকাভেটর দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কিছু অংশ গুড়িয়ে দেওয়ার পর গণশৌচাগার হিসেবে ঘোষণা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহশপতিবার বিকেল ৫টা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর শুরু করে। কিছুক্ষণ পর দলীয় কার্যালয়টিকে তারা গণশৌচাগার হিসেবে ঘোষণা করেন।
নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সাত তলা বিশিষ্ট বহুতল ভবনটি শহরের সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫ টার শহরের মুক্তির মোড় থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসে। পরে একটি এক্সকাভেটর দলীয় কার্যালয়টি ভাঙচুর শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্র-জনতা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
ভবনটির নিচতলা ও দ্বিতীয় তলার কিছু অংশ ভাঙার পর দলীয় কার্যালয়কে গণশৌচাগার হিসেবে ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘোষণার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখান থেকে সরে যায়। গত ৫ আগস্ট প্রথম দফায় দলীয় কার্যালয়টিতে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দিয়েছিল ছাত্র-জনতা। এরপর কার্যালয়টিতে কেবল ইট-পাথরের কাঠামো দাঁড়িয়ে আছে।