• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
  • Bengali Bengali English English
সংবাদ শিরোনাম
একীভূত হচ্ছে ৩০০ প্রাথমিক বিদ্যালয় রয়টার্সের প্রতিবেদন ; ৫ মিলিয়ন ডলারে মুক্তি পেয়েছে এমভি আব্দুল্লাহ ইসরায়েলে হামলা করেছে ইরান ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের শক্তিশালী ৯ ক্ষেপণাস্ত্র নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২ মান্দায় মদপানে তিন কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা নওগাঁর মান্দায় বিষাক্ত মদপানে তিন বন্ধুর মৃত্যু সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী ঈদের ৫ দিনের সরকারি ছুটি শুরু ঈদুল ফিতর বৃহস্পতিবার ঈদুল ফিতরের তারিখ জানাল সৌদি আরব ১৮ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বিরল সূর্যগ্রহণ আজ, দিন হবে রাতের মতো ঝড় ও বজ্রপাতে তিন জেলায় নিহত ৭ আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

নওগাঁয় জঙ্গলে প্রাচীন মসজিদের সন্ধান

প্রজন্মের আলো / ১০৯ শেয়ার
Update সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

সাদেকুর রহমান বাঁধন:

নওগাঁয় প্রাচীন মসজিদের সন্ধান মিলেছে। শহরের কুমাইগাড়ী মহল্লায় ওই মসজিদের ভগ্নাবশেষ আবিষ্কার হয়েছে।

জানা যায়, মসজিদটির তিনটি গম্বুজ ছিল। যার একটি ভেঙে গেছে। এখনও কালের সাক্ষী হয়ে গোলাকৃতির দুটি গম্বুজ অক্ষত আছে। প্রাচীরগুলো গড়ে উঠেছে লাল ইট সুরকিতে। শরীরে বেশ কিছু কারুকাজ ও পাথর দিয়ে সুসজ্জিত আছে এখনও।

ধারনা করা হচ্ছে, ইসলাম ধর্মের প্রসারে ওই মসজিদটি নির্মিত হয়েছিল। ওই অঞ্চলে বসতি কম ও  দীর্ঘদিন মানুষের পদচারণা না থাকায় জঙ্গলে ঢাকা পড়ে মসজিদটি।

বর্তমানে যায়গাটি মাসুম বিল্লা নামে এক ব্যক্তির তত্বাবধানে পরিষ্কার করা হচ্ছে। তিনি বলেন, শহরের একটি ভাড়া বাসায় এতিম খানা চালাচ্ছিলেন তিনি। স্থানীয় ভূমি অফিস থেকে জানতে পারেন এই যায়গাটি পরিত্যক্ত আছে। এরপর যায়গার মালিক জিন্নাত মোস্তাফির সঙ্গে যোগাযোগ করেন। অনুমতি পেয়ে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে ওই মসজিদটির ভগ্নাবশেষ বের হয়ে আসে।

তিনি বলেন, এখন এখানে এতিমখানা পরিচালনার পাশাপাশি নামাজ আদায়ের ব্যবস্থাও থাকবে। সংস্কার করা হবে প্রাচীন মসজিদটিও।

এ বিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় জিন্নাত মোস্তাফি’র নামে ওই ব্যক্তি দাবি তিনি ও জাকারিয়া পিন্টু নামে দুই ব্যক্তি পৈত্রিক সূত্রে ওই জমির মালিক। ১৫ শতাংশ জমি মসজিদ ও কবরস্থানের নামে ওয়াকফো করে দেয়া হয় অনেক আগেই। বর্তমানে মসজিদটি সংস্কার ও এতিম খানা নির্মাণের জন্য মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন জঙ্গলে ঢাকা ছিল যায়গাটি। সূত্র: চ্যানেল ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories