তানভীর রহমান:
নওগাঁয় জমে উঠেছে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচের খেলা দেখতে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভীড়ই প্রমাণ করে যে দীর্ঘদিন পর শুরু হওয়া টুর্নামেন্টটি কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছে। জনপ্রিয়তা অর্জনের পাশাপাশি টুর্ণামেন্টটি ফুটবল প্রেমী দর্শকদের মাঝে ব্যাপক সাড়াও ফেলেছে। অনেকেই মনে করছেন এমন আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর হারিয়ে যাওয়া ফুটবল খেলা আবার স্বরূপে ফিরছে। আগামী ১২ ও ১৩ জুন অনুষ্ঠিত হবে টুর্ণামেন্টের সেমিফাইনাল ম্যাচ।
বিশেষ করে জেলার বিভিন্ন ভেন্যুতে জেলা প্রশাসক তার দলবল নিয়ে উপস্থিত হয়ে টুর্নামেন্টের সবগুলো ম্যাচের খেলা উপভোগ করার ব্যতিক্রমি পদক্ষেপটি দর্শকসহ আয়োজকদের মাঝে ভিন্ন রকমের অনুপ্রেরণার সৃষ্টি করেছে। নকআউট পদ্ধতিতে চলা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষ হয়েছে। সর্বশেষ গত বুধবার জেলার বদলগাছী মিনি স্টেডিয়ামে মনোরম পরিবেশে অনুষ্ঠিত কোয়াটার ফাইনাল ম্যাচে সদর উপজেলা পরিষদ একাদশ ৩-০ গোলে মহাদেবপুর উপজেলা পরিষদ একাদশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, নওগাঁর ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে গত ২৫ মে প্রথমবারের মতো জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ নামে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জেলা প্রশাসকের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। জেলা স্টেডিয়াম, বদলগাছী মিনি স্টেডিয়াম ও মহাদেবপুর ডাকবাংলো মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ জুন বিকেল সাড়ে তিনটায় জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মান্দা উপজেলা একাদশ বনাম নিয়ামতপুর উপজেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ১৩জুন একই ভেন্যুতে একই সময়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নওগাঁ সদর উপজেলা একাদশ বনাম সাপাহার উপজেলা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। প্রতি ম্যাচের খেলা দেখার জন্য ফুটবল প্রেমী দর্শককের অবগতির জন্য জেলা তথ্য অফিস ও স্থানীয় প্রশাসন মাইকিং এর মাধ্যমে সড়ক প্রচারের কার্যক্রম অব্যাহত রেখেছে। ফাইনাল ম্যাচের সময়সূচি পরবর্তিতে জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।