• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানে সামরিক হামলায় নীতিগত অনুমোদন ট্রাম্পের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় পাট চাষ উদ্বৃদ্ধ করণে চাষী সমাবেশ

প্রজন্মের আলো / ২৬২ শেয়ার
Update মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

তানভীর রহমান:

‘সোনালী আঁশের সোনার দেশ- জাতির পিতার বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাট চাষে উদ্ধৃদ্ধ করতে নওগাঁয় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ ) উপজেলার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প ও উপজেলা প্রশাসন পাট অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

এসময় সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দীক ও সাবেক সভাপতি কায়েস উদ্দিন বক্তব্য রাখেন।

পাট চাষে চাষীদের উদ্বৃদ্ধ করতে জেলার চারটি (নওগাঁ সদর, মান্দা, বদলগাছী ও ধামইরহাট)  উপজেলার ২০০ জন চাষীদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চাষীদের হাতে  প্রণোদনা তুলে দেন প্রধান অতিথি।

পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, পাটচাষে উদ্বৃদ্ধ করতে চারটি উপজেলার ২০০ জন চাষীদের নিয়ে সমাবেশ করা হয়। এ শিল্পকে টিকিয়ে রাখতে হবে। অর্থনৈতিক ভাবে সফলতা বয়ে নিয়ে আসবে। জেলার ১০ হাজার ৫০০ জন চাষীকে উন্নত জাতের পাট বীজ দিয়ে সহযোগিতা করা হবে। এছাড়া বিনামুল্যে সার প্রদান করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, প্রতি বছর জমিতে একই ফসল না করে পর্যায়ক্রমে (পরিবর্তন) ভিন্ন ভিন্ন ফসলের আবাদ করা প্রয়োজন। এতে জমির স্বাস্থ্য ভাল থাকবে এবং রোগ বালাই কম হবে। পাট চাষে জমির উর্বরতা বাড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories