• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বাড়ছে বিশেষ প্রণোদনা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় পুলিশ সুপার অফিসের সামনে ৯ দফা দ্বাবি নিয়ে ঘেরাও কর্মসূচী পালন

প্রজন্মের আলো / ৪৫ শেয়ার
Update সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা:

নওগাঁ   জেলা পুলিশ সুপার কার্যলয় ঘিরাও করে ৯ দফা দাবিতে কর্মসূচি। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব উপজেলা ও জেলা সমন্বয়ক ও ছাত্র জনতা। এ সময় নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, ছাত্রদের আশ্বস্ত করে বলেন বরাবরই পুলিশ তোমাদের সাথে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে তোমাদের যৌক্তিক যত দাবি-দাবা আছে সব আমরা মেনে নিব। তখন তারা ৯ দফা দাবি পেশ করেন, তাদের দ্বাবি নিন্মরুপ। ১নং,আগামী ৪৮ ঘন্টার মধ্যে নওগাঁয় অবস্থানরত সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ২নং,দাবি জুলাই বিপ্লবে নওগাঁয় প্রকাশ্যে ছাত্র-জনতার উপর হামলাকারী আমানুজ্জামান শিউল ও তার লাঠিয়াল বাহিনী, অর্থ ও মদত প্রদানকারী নওগাঁ সদর সাবেক এমপি নিজাম উদ্দিন জলিল জন, (নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি) সাব্বির রহমান রিজভী, নূর মোহাম্মদ লাল, ইকবাল শাহরিয়াল রাসেল, বিমান কুমার রয় সহ অন্যান্যদের গ্রেপ্তার করতে হবে।

৩নং.বিশেষ তদন্ত কমিটি গঠন করে গোয়েন্দা সংস্থার মধ্যমে তাদের অতীত ইতিহাসের কুকর্ম সকলের সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৪নং.সাধারণ মানুষের অভিযোগ (মামলা বা জিডি) রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়া যাবেনা। সকল সাধারণ মানুষের জন্য পুলিশকে সমানভাবে কাজ করতে হবে।
৫নং,দক্ষ, সৎ, নির্ভীক ও মাঠ পর্যায়ে অভিজ্ঞ ওসি সকল থানায় নিয়োগ দিতে হবে। ৬নং.বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনলে অংশগ্রহণকারী ও সাধারণ জনগণ সহ সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নজরদারি বাড়ানোর ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি নওগাঁ কিশোর গ্যাং, চাঁদাবাজ, ছিনতাই রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৭নং.জুলাই বিপ্লবের সময় নওগাঁয় কর্মরত এসপি, ওসি, এসআই সহ পুলিশের কর্মকর্তা ছিলো তাদের কার্যক্রমের প্রেক্ষিতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। একই সাথে নতুন যেসকল পুলিশ কর্মকর্তা নওগাঁতে বদলি হয়ে এসেছে তাদের পূর্ব কর্মস্থল বিশেষ করে জুলাই বিপ্লবে তাদের কার্যক্রম রিপোর্ট আকারে পেশ করতে হবে। ৮নং, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে যে সুধি সমাবেশ হয়েছিল সেটি রাজনৈতিক বক্তা থাকায় সম্পূর্ণ অনুষ্ঠান রাজনৈতিক রূপ নেয় যে কারণে সাধারণ মানুষ তাদের কথা তুলে ধরতে পারেনি। সেজন্য একটি সমাবেশ আয়োজন করতে হবে যেখানে রাজশাহী রেঞ্জের ডিআইজিকে উপস্থিত থাকতে হবে এবং জনসভার আযোজন করতে হবে। নওগাঁ জেলার সকল থানার ওসি কে উপস্থিত রাখতে হবে এবং জনগণ তাদের কথা তুলে ধরবে সেখানে কোন রাজনৈতিক ব্যানারে কেউ থাকতে পারবে না এবং মুক্ত আলোচনার ব্যবস্থা করতে হবে।

৯নং,তদন্ত কমিটি ও গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে পুলিশবাদী মামলা করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে উক্ত ১থেকে ২ দফা দাবি বাস্তবায়ন না হলে নওগাঁ জেলার সকল থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি তে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories