পারভেজ গাদ্দাফী:
নওগাঁ জেলা বিএনপি উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫ )নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জনদাবি জানানো হয় উক্ত সমাবেশে।বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়।
এসময় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক বেলাল, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রহমান রিপন, নওগাঁ জিলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউল আজম রানা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলার বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল চৌধুরী, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি তসলিম উদ্দিন,রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহাক আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন- ড. ইউনুসকে আমরা সবাই সমর্থন করি। ৬মাস আগে তিনি আমাদের গর্ব ছিলেন। এখন আপনার এই সুনাম আছে কিনা যাচাই করে দেখবেন। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ আজ দূর্ভিষহ জীবন যাবন করছে। কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছে না। বাজার সিন্ডিকেটের কারণে সবকিছু সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাহিরে। দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ছাড়া বাঁকী সবাই অপদার্থ। অতিদ্রুত তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ পরিচালনায় ব্যর্থ হবে।আমরা আপনাদের সমর্থন দিয়েছিলাম। কিন্তু আপনারা জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন।তাই দ্রুত সংস্কার করে ছয় মাসের মধ্যে নির্বাচন দিন। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব।
মিজানুর রহমান মিনু আরো বলেন- বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার কোনদিন স্থান হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন,ড. ইউনুস আপনি যখন নোবেল বিজয়ী হয়ে এদেশে এসেছিলেন, তখন আপনার কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে? কিন্তু ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাকে পুষ্পস্তবক দিয়েছিলাম।
এসময় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের এবং উপজেলার বিভিন্নস্তরের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। নির্দিষ্ট সময়ের আগেই বিএনপির নেতা কর্মীদের মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নওজোয়ান মাঠ। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির এমন সমাবেশ হওয়ায় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।