স্টাফ রিপোর্ট:
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” প্রতিপাদ্যে নওগাঁ জেলায় স্ব স্ব উপজেলার ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ মে সোমবার সকালে সদর উপজেলা ভূমি অফিস চত্তরে ফেষ্টুন উড়িয় ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন নওগাঁ জলা প্রশাসক খালিদ মহদী হাসান বিপিএএ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলা প্রশাসক খালিদ মহদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জলা প্রশাসক(রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, নওগাঁ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রমুখ।
স্মার্ট ভূমি সেবার ক্ষেত্রে ব্যাপক প্রচারণা ও আধুনিক ভূমি সেবা নিয়ে ভূমি মালিকগণের মধ্যে সচেতনতা তৈরী করার উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি খালিদ মহদী হাসান বলেন, বংশ পরমপরায় অথবা ক্রয় সূত্রে আমরা ভ’মির মালিক। ভূমিতে আমরা বসবাস করি, ফসল ফলাই। ভূমি আমাদের পরিচয় বহন করে। তাই ভূমি অফিসে এখন খুব সহজেই সেবা পাওয়া যাচ্ছে। জটিলতা নিরসনে অনলাইনে সেবা পাবার পদ্ধতি তুলে ধরে জলা প্রশাসক বলেন, সেবা প্রার্থীরা ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে ভূমি সংক্রান্ত প্রায় সব ধরনের সেবা পাচ্ছেন। ভূমি সেবা উপলক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস চত্বরে নান্দনিক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেবা কেন্দ্র গুলোতে ২২-২৮ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারীর আবেদনের নিয়ম কানুন, সচেতনতামূলক লিফলেট ও বুকলেট, বিভিন্ন ভিডিও চিত্র এবং ডকুমেন্টরী উপস্থাপনসহ ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।