আবু রায়হান:
নওগাঁয় অনুষ্ঠিত মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে দাপুটে জয় অর্জন করেছে প্রিন্ট মিডিয়া একাদশ। ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে হারিয়েছে প্রিন্ট মিডিয়া একাদশ।
বুধবার বিকেল ৪টায় এই ম্যাচের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। ম্যাচের শুরুতেই প্রিন্ট মিডিয়া একাদশ। প্রথমার্ধেই একের পর আক্রমণ তুলে ৩-০ গোলে এগিয়ে যায় প্রিন্ট একাদশ। দ্বিতীয়ার্ধে মাঠে বল গোড়ানোর কিছু পরেই এক গোল করে ব্যবধান কমায় ইল্ট্রেনিক একাদশ। পরবর্তীতে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে প্রিন্ট ও ইল্ট্রেনিক একাদশ আরও একটি করে গোল করে প্রতিপক্ষের জালে। শেষ পর্যন্ত ৪-২ গোলের দাপুটে জয় তুলে নেয় প্রিন্ট মিডিয়া একাদশ।
জেলার চারটি সাংবাদিক সংগঠন- নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টাস ইউনিটির যৌথ আয়োজনে এই মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।