নওগাঁয় স্বাধীনতা ও জাতীয় দিবসে সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ
ইয়া কাহারুল ইসলাম নয়ন:
সাপ্তাহিক প্রজন্মের আলো ও প্রজন্মের মেলা নওগাঁ জেলার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রোববার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এ সময় প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, নওগাঁ সদর উপজেলা প্রজন্মের মেলার সাধারণ সম্পাদক হাসমত আলী, প্রজন্মের আলোর বার্তা সম্পাদক আবু রেজা, প্রভাষক রিপন সরদার, ভ্রাম্যমান প্রতিনিধি সাদেকুর রহমান বাঁধন,ইয়া কাহারুল ইসলাম নয়ন, আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।