• শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় ২৫০ হাফেজকে ছাত্রশিবিরের পক্ষ থেকে সংবর্ধনা

প্রজন্মের আলো / ৩৪ শেয়ার
Update মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
নওগাঁয় ২৫০ হাফেজকে ছাত্রশিবিরের পক্ষ থেকে সংবর্ধনা--প্রজন্মের আলো

হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর

নওগাঁর বিভিন্ন উপজেলা থেকে ২৫০ জন হিফজ সম্পন্নকারী কোরআনের হাফেজকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (১৬ মার্চ) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে হাফেজদেরকে পবিত্র কুরআন শরীফ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক শহিদুল ইসলাম। তিনি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ইসলামের চার খলিফা ছিলেন হাফেজ এবং সমাজের ইসলামের ধারক ও বাহক হচ্ছেন কুরআনের হাফেজরা। তিনি আরো বলেন, যদি হাফেজরা সমাজের নেতৃত্বে আসেন, তবে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।

এছাড়া, নওগাঁ জেলা শিবিরের সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন বলেন, “কুরআনের হাফেজরা আমাদের সমাজে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, কিন্তু আমাদের সমাজে তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না।” তিনি আরো বলেন, “পূর্বে আওয়ামী শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে, তবে আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সব সময় সম্মানের আসনে থাকুক।”

শিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাকিব এবং মাদরাসা ও দাওয়াহ সম্পাদক শাকিব আল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধিত হাফেজ শাহাদাত সাদি বলেন, “আমি দীর্ঘদিন আগে হাফেজ হয়েছি, তবে আজকে এতজন হাফেজকে একত্রে সংবর্ধনা দেওয়া হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।” তিনি আরও বলেন, “এটি আমাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং আমরা কুরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য আরও বেশি উৎসাহিত হব।”

সংবর্ধনার পর হাফেজরা আয়োজকদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা চান এমন আয়োজন যেন অব্যাহত থাকে, যাতে আরও বেশি হাফেজদের সম্মানিত করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories