আরিফুল ইসলাম, রাজশাহী:
নওগাঁর এসএম রিয়াদ ফারহান অনিমেষ কানাডার সেন্ট ম্যারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার ডিভিশনে আন্ডার গ্র্যাজুয়েশনে সর্বোচ্চ মার্ক পেয়েছে। প্রতিটি বিষয়ে টপ স্কোর প্রাপ্তিতে ডিন’স অ্যাওয়ার্ডস এর জন্য মনোনীত হয়েছে। সে নওগাঁর কৃতি সন্তান। অনিমেষ এর বাড়ি মান্দা উপজেলার মহানগর গ্রামে।
সে শাহ্ মুহা: আব্দুল মালেক এর একমাত্র সন্তান। শাহ্ মুহা: আব্দুল মালেক বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-পরিচালক পদে কর্মরত। বাবার ইচ্ছে ছিল ছেলে ভালো রেজাল্ট করে দেশের মুখ উজ্জল করবে। ছেলেও সেটা করেছে, পূর্ণ হয়েছে বাবার আশা। বাবা গর্বিত ছেলের জন্য, তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া চান। অনিমেষ রাজশাহী ল্যাবরেটরি হাইস্কুল হতে এসএসসি এবং পুলিশ লাইন ক্যাডেট কলেজ হতে এইচএসসি পাশ করে। এছাড়া ২০২২ সালে ব্রিটিশ কাউন্সিল থেকে IELTS এ 8 points এবং কানাডিয়ান ল্যাগুয়েজ এ 9 points পেয়েছে। সে দেশের গর্ব এবং নওগাঁ জেলারও গর্ব।