খালেক হাসান:
“কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি“ এই প্রতিপাদ্য নিয়ে ‘‘মোড়কে উল্লিখিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) -তে তামাকজাত দ্রব্য বিক্রয় নিশ্চিত করা হোক শীর্ষক অবস্থান কর্মসূচির মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
বৃহশপতিবার সকালে নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ সংলগ্ন মেইন রোডে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, সাপ্তাহকি প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় ঘন্টকাল ব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের সভাপতি, প্রগতিশীল শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও প্রজন্মের আলোর সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম,বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের সহকারি অধ্যাপক জাকিরুল ইসলাম, সাংবাদিক আবু রেজা, প্রভাষক মামুনুর রশিদ,ইদ্রিস আলী,সোহেল রানা প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে প্রভাষক এসএম মাসুদ পারভেজ,রিপন সরদার, সাংবাদিক খালেক হাসান, হারুন-অর রশিদ উজ্জল, আফাজ উদ্দীন,জহুরুল ইসলাম,আবু বকর সিদ্দিক,রফিকুজ্জামান মানিক,জুয়েল রানা,বিষ্নু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে “কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি“ এই প্রতিপাদ্যের প্রত্যয় ব্যক্ত করে তামাকজাত দ্রব্যের মোড়কে উল্লিখিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি)তে তামাকজাত দ্রব্য বিক্রিয় নিশ্চিত করার জোর দাবী জানানো হয়।