• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বাড়ছে বিশেষ প্রণোদনা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁর লেখকদের নিয়ে পথবই মেলা অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১০৭ শেয়ার
Update শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
নওগাঁর লেখকদের নিয়ে পথবই মেলা অনুষ্ঠিত-- প্রজন্মের আলো

পারভেজ গাদ্দাফী:
“নওগাঁর লেখক নওগাঁর বই” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ সাহিত্য পরিষদের সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁ জেলার স্থানীয় লেখকদের বই নিয়ে এই প্রথম দিনব্যাপী শুরু হয় পথ বইমেলা। শুক্রবার বেলা ১১ টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড় জেলা পরিষদের পার্কের গেটে ফিতা কেটে মেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা কালচারল অফিসার তাইফুর রহমান। কথা সাহিত্যিক বরেন্দ্র ফরিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। এসময় নওগাঁর বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকী, প্রফেসর শরিফুল ইসলাম খান,কবি ও প্রাবন্ধিক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়েস উদ্দিন, কলামিষ্ট এবিএম রফিকুল ইসলাম,বাচিকশিল্পী ও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক, লেখক আবুল হায়াত ইসমাইল, কথাসাহিত্যিক টগর মেহেদী, কথাসাহিত্যিক ও সম্পাদক হাবিব রতন, কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ, কবি অনিন্দ্য তুহিন, কবি রবিউল মাহমুদ, কবি রিমন মোরশেদ, কবি আসলাম হোসেন, কবি সোহাগ হোসেন, কবি এমএ মজিদ, সাপ্তাহিক প্রজন্মের আলো’র সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী এবং সমাজসেবক তাসলিমা ফেরদৌস সহ অন্যরা বক্তব্য রাখেন। এই পথ বই মেলার সার্বিক সাহায্যের জন্য স্কাউটের দুজন নওগাঁ প্রতিনিধি তন্ময়, তানভীর সে সময়ে উপস্থিত ছিলেন।স্থানীয় সহ পাশের বগুড়া ও জয়পুরহাট জেলা থেকে আগত লেখকদের আগমনে পথমেলা মিলনমেলায় পরিণত হয়। অনেক কবি ও লেখক তাদের কবিতা ও মূল্যবান বক্তব্য তুলে ধরেন। তারা বলেন, যে জাতি যতো পড়াশোনা করে সে জাতি তত উন্নত। জাতির উন্নতির জন্য বইয়ের কোন বিকল্প নেই । তাই এ মেলা যাতে চালু রাখা যায় সেজন্য  তারা মেলা আয়োজকদের এর দৃষ্টি আকর্ষণ করেন।
মেলার আয়োজকরা জানান- বইমেলায় জেলার ৫০ জন লেখকের অন্তত তিন শতাধিক বই স্থান পেয়েছে। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, সাইন্স ফিকশন ও শিশুদের বই রয়েছে। এসব বইয়ের মুল্য ১০০ টাকা থেকে ৩৮০ টাকার মধ্যে। বইমেলার উদ্যেশ্য হচ্ছে নতুন প্রজন্ম ও নওগাঁ বাসীর কাছে নওগাঁর লেখকদের তুলে ধরা ও লেখকদের লেখার প্রতি আগ্রহ বাড়ানো এবং পরিচিতি বাড়ানো। সেই সাথে তরুন প্রজন্ম যারা মোবাইল ও সামাজিক বিভিন্ন মাধ্যমে যেভাবে আসক্ত হয়ে পড়েছে তা থেকে বেরিয়ে এসে লেখালেখি ও শিল্প সাহিত্যে প্রতি আকর্ষণ বাড়ানোই এ মেলার মূল উদ্যেশ্য। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ ও বিভিন্ন পেশাজীবের মানুষ এ মেলা এসে তাদের পছন্দমত বই কিনেন। এই মেলায় নওগাঁ বাসির অংশগ্রহণ চোখে পড়ার মতো। এই মেলা শেষ হয় বিকেল পাঁচটায়। এ মেলার মিডিয়া পার্টনার ছিল ” সাপ্তাহিক প্রজন্মের আলো”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories