• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত ইউনূস-তারেক বৈঠকের পর যৌথ বিবৃতি, রমজানের আগেই নির্বাচন হতে পারে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা এসএসসি ও সমমানের ফল প্রকাশ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সোমবার থেকে সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঈদ-পরবর্তী ট্রেনযাত্রায় মাস্ক পরার অনুরোধ রেলপথ মন্ত্রণালয়ের ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা নয়, বাড়ছে বিশেষ প্রণোদনা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭৯৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ জেলা প্রশাসকের সঙ্গে ভিবিডি’র মতবিনিময়

প্রজন্মের আলো / ৯৮ শেয়ার
Update বুধবার, ৫ মার্চ, ২০২৫
নওগাঁ জেলা প্রশাসকের সঙ্গে ভিবিডি’র মতবিনিময়-- প্রজন্মের আলো

নাকিব আল হাসান:

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ভিবিডি (ভলেন্টিয়ার ফর বাংলাদেশ) নওগাঁ জেলার সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে  জেলা প্রশাসকের কার্যালয়ে ভিবিডি (ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ) নওগাঁ জেলার বিভিন্ন কার্যক্রম নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা ও প্রজন্মের আলো-প্রজন্মের মেলা সম্পাদক অধ্যক্ষ মো: আব্দুর রহমান রিজভী ভিবিডি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এ সময় ভিবিডি নওগাঁ জেলার প্রেসিডেন্ট নাকিব আল হাসান,  ভাইস-প্রেসিডেন্ট  রিজভী আহম্মেদ রিজোয়ান, জেনারেল সেক্রেটারি আবু তালহা , ট্রেজারার  খাইরুল বাসার , হিউম্যান রিসোর্স অফিসার  সুজলা বানু , প্রজেক্ট অফিসার  শাহাদাৎ হোসেন মিজান , পাবলিক রিলেশন অফিসার – আসাদ আহাম্মেদ সহ কমিটি কমিটি সদস্য রাবেয়া বাসরী, মেহেরাব হোসেন শাওন, সাগর সেন, রেহনুমা হাবিব , সাধারণ সদস্য আনিকা, শাকিল, সাধারণ সদস্য ও প্রজন্মের আলো-প্রজন্মের মেলার ডিজিটাল ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়সহ প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ভিবিডি (ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ) নওগাঁ জেলার স্বেচ্ছাসেবকদের নওগাঁর উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ সময়  ভিবিড ‘র ক্যালেন্ডার জেলা প্রশাসক এর হাতে তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories