নাকিব আল হাসান:
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ভিবিডি (ভলেন্টিয়ার ফর বাংলাদেশ) নওগাঁ জেলার সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভিবিডি (ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ) নওগাঁ জেলার বিভিন্ন কার্যক্রম নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা ও প্রজন্মের আলো-প্রজন্মের মেলা সম্পাদক অধ্যক্ষ মো: আব্দুর রহমান রিজভী ভিবিডি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ সময় ভিবিডি নওগাঁ জেলার প্রেসিডেন্ট নাকিব আল হাসান, ভাইস-প্রেসিডেন্ট রিজভী আহম্মেদ রিজোয়ান, জেনারেল সেক্রেটারি আবু তালহা , ট্রেজারার খাইরুল বাসার , হিউম্যান রিসোর্স অফিসার সুজলা বানু , প্রজেক্ট অফিসার শাহাদাৎ হোসেন মিজান , পাবলিক রিলেশন অফিসার – আসাদ আহাম্মেদ সহ কমিটি কমিটি সদস্য রাবেয়া বাসরী, মেহেরাব হোসেন শাওন, সাগর সেন, রেহনুমা হাবিব , সাধারণ সদস্য আনিকা, শাকিল, সাধারণ সদস্য ও প্রজন্মের আলো-প্রজন্মের মেলার ডিজিটাল ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়সহ প্রমুখ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।