তাহেরা এনায়েত করিম:
নওগাঁ জেলা প্রেসক্লাবে শুভেচ্ছা উপহার হিসেবে একটি রেফ্রিজারেটর উপহার দিয়েছেন সাবেক সংরক্ষিত আসনের দুইবারের সংসদ সদস্য বেগম শাহিন মনোয়ারা হক। জেলার রাণীনগর উপজেলার কৃতি সন্তান শাহিন মনোয়ারা হক আওয়ামীলীগ সরকারের শাসনামলে প্রথমে নাটোর ও নওগাঁ জেলার পরে জয়পুরহাট ও নওগাঁ জেলার আংশিক সংরক্ষিত এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নওগাঁ-৬ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রেসক্লাব প্রাঙ্গনে রেফ্রিজারেটর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলার মান্দা উত্তরা কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাবেক সভাপতি নবির উদ্দিন প্রমুখ।
এসময় শাহিন মনোয়রা হক বলেন, সাংবাদিক ছাড়া আমরা অচল। তাই তাদের পবিত্র কলমের সঠিক ও গঠনমূলক লেখনির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নয়নশীল বাংলাদেশ গড়া অনেক সহজ হবে। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার নিমিত্তে নিজ নিজ এলাকার তথ্যপূর্ণ সংবাদ পরিবেশনের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।