পারভেজ গাদ্দাফী
আত্রাই ( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় বেবী,ট্যাক্সি, টেম্পু, সিএনজি, মালিক শ্রমিক যৌথ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল বিকালে আত্রাই আমতলা সিএনজি স্ট্যান্ড(আত্রাই রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশেেএ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।
আত্রাই ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি মাজেদুর রহমান,আত্রাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব,আত্রাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন,আত্রাই উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি আব্দুর রহমান সেন্টু,সাংগঠনিক সম্পাদক আত্রাই উপজেলা কৃষক দল আজাদুর রহমান রিপন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নওগাঁ জেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন পাপ্পু।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন।উপদেষ্টা মন্ডলীর সভাপতি হিসেবে ছিলেন পারভেজ ইকবাল। উপদেষ্টা হিসেবে ছিলেন হাফিজুল,আমজাদ, রিপন, পলাশ, বাদল, মফিজ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা বেবী,ট্যাক্সি, টেম্পু, সিএনজি, মালিক শ্রমিক যৌথ সমিতির নির্বাচিত সভাপতি মাহাতাব হোসেন পিন্টু। সাধারণ সম্পাদক মো আব্দুল মান্নান। কোষাধ্যক্ষ মো নয়ন ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো আরিফ হোসেন। সিনিয়র সহ-সভাপতি মোঃ গফুর প্রামানিক।সহ সভাপতি মো ছানোয়ার হোসেন সেন্টু। প্রচার সম্পাদক মোহাম্মদ শরিফ। দপ্তর সম্পাদক মোহাম্মদ ছামিদুল। সড়ক সম্পাদক মো রনি হোসেন। সদস্য হিসেবে ছিলেন মজিদ,সাজ্জাদ,আসাদুল, রাজ্জাক, আলম, বেলাল প্রাং, লুৎফর রহমান, হাফিজুর রহমান। নির্বাচিত সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে তসলিম উদ্দিন বলেন,নওগাঁ জেলা বেবী,ট্যাক্সি, টেম্পু, সিএনজি, মালিক শ্রমিক সমিতি ১৯৮৯ সালে গঠিত হয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।আমরা যেন যাত্রীদের আরো ভালো সেবা দিতে পারি সেদিকে আমাদের নজর দিতে হবে। যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যাত্রীদের জান মালের নিরাপত্তা দিতে হবে। তবেই মালিক শ্রমিক যৌথ সমিতির লক্ষ্য পূরণ হবে।
অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক দায়িত্ব পালন করেন,নওগাঁ জেলা বেবী, ট্যাক্সি, টেম্পু ,সিএনজি শ্রমিক-মালিক সমিতি আত্রাই উপজেলা শাখার সদস্য বৃন্দ। শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।