অপ্রিয় ঋতু |
নাকিব আল হাসান
এ ঋতু আমার প্রিয় নয়,
যে ঋতুতে নদী তার যৌবন হারায় |
এ ঋতু আমার প্রিয় নয়,
যে ঋতুতে স্বামী সন্তানহীন বৃদ্ধ মা-টি ভোগে উষ্ণ বস্ত্রের অভাবে |
এ ঋতু আমার প্রিয় নয়,
যে ঋতুতে সৎ মায়ের আঘাতে গৃহহীন ১২ বছরের বাচ্চাটি রাস্তায় পলিথিন গায়ে কাঁপে |
এ ঋতু আমার প্রিয় নয়,
যে ঋতুতে নষ্ট হয় গরিব কৃষকের অনেক পরিশ্রমের আলুর আবাদ |
এ ঋতু আমার প্রিয় নয়,
যে ঋতুতে দু মাসের বাচ্চাটি নিউমোনিয়া আক্রান্ত হয়ে লড়াই করে মৃত্যুর সাথে |
শুনেছি তুমি নাকি উপভোগ করো এ ঋতু! ভেবে দেখেছো ভুক্তভোগী মানুষের কথা?
না ভাবলে সামান্য সময় বের করে ভাবো । নিজেকে রাখো অসহায় মানুষগুলোর স্থানে ।
দেখো “তোমারও অপ্রিয় হয়ে যাবে ঋতুটি”
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
অসাধারণ ❤️